ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ কামার গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুজিপ্ত সিংহ (১০) নামে এক শিশু ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে। শিশুটিকে বাঁচাতে গিয়ে নানা রাজেন্দ্র সিংহ (৬৫) অগ্নিদগ্ধ হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে ২৫টি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে।

সোমবার রাতে  উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ কামার গ্রামের রাজেন্দ্র সিংহের বাড়ির রান্নাঘর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ‘আগুনে পুড়ে সুজিপ্ত সিংহ নামের একটি শিশু মারা গেছে।’

ধনতলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি জানান, গ্রামের ২৫ পরিবারের কাঁচা-আধাপাকা ঘরবাড়ি ও ধান-চাল, কাপড়-চোপড়, আসবাবপত্র এবং নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শিশু সুজিপ্ত সিংহ পুড়ে মারা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে শিশুটির নানা রাজেন্দ্র সিংহ অগ্নিদগ্ধ হন। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।