ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চার বছরের এক শিশুকে অপহরণের একদিন পর শনিবার উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে অভিযুক্ত কিশোর জাহেদুর রহমানকেও(১৬)আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক জাহেদুর হরিপুর উপজেলার গেদুরা গ্রামের তফিজুল ইসলামের ছেলে। আর ভুক্তভোগী শিশু মিরাজ হোসেন(৪)একই গ্রামের রুস্তম আলীর ছেলে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আমিরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার বিকালে শিশু মিরাজকে বড়ই খাওয়ানোর কথা বলে একটি ঘরে আটকে রাখে। পরে রাতে জাহেদুর শিশুটির মাকে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে ফোন করে। পরিবারের পক্ষ থেকে টাকা দিতে রাজি হলে সে শিশুটিকে ফেরত দিতে চায়। কিন্তু খবর পেয়ে পুলিশ তার আগেই শুক্রবার একই উপজেলা পাঁচঘরিয়া গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে ও অপহরণকারীকে আটক করে। ওসি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং আটক কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান