পীরগঞ্জ উপজেলার জোশানপাড়া গ্রাম থেকে অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করে সোমবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. আলী মালেক (২০) সদর উপজেলার আখানগর ইউনিয়নের ডিলারপাড়া গ্রামের মো. রাকিবুলের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, বিদ্যালয়ে যাতায়াতের সময় ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন মালেক। রবিবার রাত সাড়ে ৩টার দিকে মেয়েটি টয়লেটে যেতে ঘর থেকে বের হলে আগে থেকে ওৎ পেতে থাকা মালেক ও তার বন্ধুরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মালেকসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, সোমবার ভোরে জোশানপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার এবং মালেককে গ্রেপ্তার করে। পরে দুপুরে ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুনের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটি জবানবন্দি দেয়। একই আদালত গ্রেপ্তার মালেককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এছাড়া, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং মামলার তদন্ত চলছে বলে জানান ওসি তানভিরুল।