ঠাকুরগাঁওয়ে অভিনেতা লিটু আনামের বাড়িতে ডাকাতি

ঠাকুরগাঁও জেলা শহরের আশ্রমপাড়ায় নাট্য অভিনেতা লিটু আনামের বাসা থেকে মঙ্গলবার ডাকাতরা ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকাসহ মূলবান জিনিসপত্র লুট করেছে। ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ও লিটু আনামের বড় ভাই পারভেজ আনাম জানান, ডাকাতরা পরিবারের স্বজনদের অজ্ঞান করে মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে।


তিনি বলেন, সোমবার সকালে বাসার লোকজন নাস্তা করার পর থেকেই সবার কিছুটা খারাপ লাগছিল। পরে সবাই দিনের বেলা ঘুমিয়ে পড়েন। সন্ধ্যায় ঘুম ভাঙলে ঘুমানোর আগে গেটে তালা দিয়ে আবার ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা এবং বিভিন্ন আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই বাসা থেকে বিভিন্ন জিনিসপত্র আলামত হিসেবে সংগ্রহ করে। সেগুলো রাসায়নিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলে জানায় পুলিশ।তথ্য-ইউএনবি

আজকের বাজার/শারমিন আক্তার