ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও দুজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। তাদের একজনের বাড়ি রাণীশংকৈলে (৭) এবং অন্যজনের হরিপুরে (২২)।
হরিপুরের ওই যুবক গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে হরিপুরে আসেন। আর রাণীশংকৈলের মেয়ে শিশুটি গত ১৩ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিল।
শুক্রবার রাতে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, নতুন আক্রান্ত দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে ও তাদের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে আগের তিনজনসহ ঠাকুরগাঁওয়ে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ জন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৫ জনের মৃত্যু হওয়ায় শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে। এছাড়া নতুন করে ২৬৬ জনসহ এ পর্যন্ত মোট ১ হাজার ৮৩৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।