ঠাকুরগাঁও জেলায় শুক্রবার সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে পীরগঞ্জে ২ জন, কোষারাণীগঞ্জে একজন এবং চন্ডিপুর গ্রামে একজন রয়েছেন। নতুন আক্রান্ত সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারা ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এর আগে মঙ্গলবার ৪ জন, বুধবার ৩ জন ও বৃহস্পতিবার ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁও জেলা থেকে শুক্রবার ১৫ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়। এপর্যন্ত মোট ১ হাজার ২২৯ জনের নমুনা পাঠানো হয়েছে।
এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৫৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ জন।
ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।