ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ চিকান্দোবা এলাকায় আম বাগানে মঙ্গলবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামসুল আলম (৩০) উপজেলার আব্দুল খালেকের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, স্থানীয়রা রাত ১০টার দিকে শামসুলের লাশ আম বাগানে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কি কারণে হত্যা করা হয়েছে, কে বা কারা এই খুন করেছে তা তদন্তের পর জানা যাবে। দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে লাশটি সেখানে ফেলে রেখেছে বলে পুলিশ সন্দেহ করছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার