ঠাকুরগাঁওয়ে নতুন করে এক দিনে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৮৮ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, ভাইরোলজি ল্যাব আইসিডিডিআর,বি ঢাকা এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে রবিবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে মোট ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সদর উপজেলায় ১১, পীরগঞ্জে এক, রানীশংকৈলে ১০ ও হরিপুরে দুজন।
এ নিয়ে সদরে ৫৫৯, হরিপুরে ৯৪, পীরগঞ্জে ৯৭, রানীশংকৈলে ১৩০ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ২০৮ জনের করোনা শনাক্ত হলো।
জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু ২০ জনের এবং সুস্থ হয়েছেন ৭৬১ জন।