ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে আরও চার জন রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬ জন। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় এখন মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে। এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত ৪৯৪৪।
তিনি আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয় ২৫৭ জনের। এর মধ্যে নতুন করে ৮৬ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৪৬ শতাংশ।
নতুন ৮৬ জন আক্রান্তদের মধ্যে সদরে ৪৩ জন, বালিয়াডাঙ্গীতে ০৬ জন, পীরগঞ্জে ১৪ জন, রাণীশংকৈলে ১২ জন এবং হরিপুরের ১১ জন। এই পর্যন্ত জেলায় সর্বমোট ৪৯৪৪ জন করোনা সংক্রমিত রোগীর মধ্যে ৩২৯৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে জেলা ও উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিনই করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এছাড়া ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল, পীরগঞ্জ, হরিপুর উপজেলায় বিভিন্ন কর্মহীন মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান