ঠাকুরগাঁওয়ে শনিবার নতুন করে চিকিৎসকসহ আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০৫৬ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে শনিবার সন্ধ্যায় প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় নতুন করে মোট আটজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালের একজন নারী চিকিৎসক. বালিয়াডাঙ্গীর চারজন ও হরিপুরে তিনজন রয়েছে। এ নিয়ে সদরে ৫৪৮ জন, হরিপুরে ৯২, পীরগঞ্জে ৯৬, রাণীশংকৈলে ১২০ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মার গেছেন ২০ জন এবং সুস্থ হয়েছেন ৭৫৭ জন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান