ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জন করোনা রোগী নতুন করে শনাক্ত হয়েছে এবং জেলার পীরগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। বর্তমানে ঠাকুরগাঁও এ করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২২ জনে।
শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সদরে ২৪ জন, পীরগঞ্জে ৯ জন, রাণীশংকৈলে ৪ জন, বালিয়াডাঙ্গীতে ১ জন করোনা রোগী নতুন করে শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৫ দশমিক ৮৫ শতাংশ। সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২২২ জন। জেলায় এখন পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত ৬৯৬৩জন। এছাড়া ৫৮২৮ জন সুস্থ হয়েছেন। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান