ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১০৭ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে বুধবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সদর উপজেলায় পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে সদরে ৫৭৭, হরিপুরে ৯৪, পীরগঞ্জে ৯৮, রানীশংকৈলে ১৩০ ও বালিয়াডাঙ্গী উপজেলায় ২০৮ জনের করোনা শনাক্ত হলো।
জেলায় মোট করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের এবং সুস্থ হয়েছেন ৭৬৩ জন।