ঠাকুরগাঁওয়ের উনত্রিশ মাইল এলাকায় শনিবার সকাল ৯টায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার আউলিয়াপুর তেয়ারীগাঁও গ্রামের মৃত আনন্দ বর্মনের ছেলে পরেশ চন্দ্র রায় (৪০) ও ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ মহল্লার জহুরুলের ছেলে মাহফুজুর রহমান জিয়ন (৪৮)।
তারা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) কর্মী। তারা দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হলেন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে পরেশ ও জিয়ন মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে আসা দু’টি ট্রাক নিজেদের মধ্যে ওভারটেক করার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন এই এনজিও কর্মী।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পালিয়ে যাওয়া ট্রাক দুটিকে আটকের চেষ্টা চলছে।
আজকের বাজার/এমএইচ