ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সম্প্রতি ঢাকা ফেরত এক দম্পতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।
সোমবার সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা যায়।
উপজেলার মহেশমারী-কালমেঘ গ্রামের ওই দম্পতি দুজনই পোশাক কারখানায় কাজ করতেন এবং গত ২২মে হেমায়েতপুর থেকে এসেছেন।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁও জেলা থেকে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে।
এপর্যন্ত ১৩৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনায় ঠাকুরগাঁওয়ে কোনো মৃত্যু নেই এবং ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।