ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ি এলাকায় আপন দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বুধবার তিন আসামিকে তাদের বাড়ি থেকে এবং দুজন আসামিকে কাতিহারহাট থেকে গ্রেপ্তার করে। তারা হলেন-একই উপজেলার আফাজউদ্দীনের ছেলে জহিরু (২৮), বাবুল মিস্ত্রির ছেলে রুবেল (২৬) জ্যোতিশ চন্দ্রের ছেলে উপেন দেব ( ২৮), মহলবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফজলু (৩৫) ও দক্ষিণ সন্ধ্যারই গ্রামের শহিদুলের ছেলে মিলন (২৫)।
রাণীশংকৈল থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, গত মঙ্গলবার দুপুরে দুই বোন একসাথে রাস্তা দিয়ে যাওয়ার সময় উপজেলার ক্ষুদ্রবাঁশবাড়ি গ্রামের আফাজউদ্দীনের ছেলে জহিরুল কৌশলে তাদের ডেকে পার্শ্ববর্তী উপেন দেবের বাড়িতে নিয়ে যায়। সেখানে জহিরুল ও তার সহযোগীরা ওড়না দিয়ে হাত পা বেঁধে তাদেরকে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমরা ওইদিন বাদী হয়ে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের আলামত জব্দ করা হয়েছে এবং ভিকটিমদের মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে, বলেন ওসি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান