ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যূ হযেছে।
শনিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার হাউদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাব্বি (৭)। সে উপজেলার গোয়ালকারী গ্রামের দুলালউদ্দীনের ছেলে।
এলাকাবাসী জানায়, উপজেলার গোয়ালকারী গ্রামের দুলালউদ্দীনের ছেলে রাব্বি শুক্রবার একই উপজেলার হাউদা গ্রামে তার নানার বাড়ীতে বেড়াতে যায়। শনিবার দুপুরে গ্রামের কয়েকজন শিশুসহ পুকুরে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।
পরে স্থানীয়রা তাকে অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশু রাব্বী গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
বড়বাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান পুকুরের পনিতে ডুবে শিশুটির মৃত্যূর ঘটনাটি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ