ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ভরনিয়া- শিয়ালডাঙ্গী গ্রামের একটি পুকুর থেকে মা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা লাশ তিনটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
তারা হলেন- ভরনিয়া- শিয়ালডাঙ্গী গ্রামের আকবর হোসেনের স্ত্রী আরিদা খাতুন (৩২), তাদের মেয়ে আকলিসা আঁখি (১০) ও ছেলে আরাফাত (০৪)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছেনা। ময়না তদন্তের পর মৃত্যুর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
যোগাযোগ করা হলে রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তোফাজ্জল হোসেন জানান, ‘মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে মৃত তিন জনের নাক দিয়ে সাদা ফেনা বের হতে দেখা গেছে।’
এদিকে, ঠাকুরগাঁও থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।