ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন।
সোমবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালী মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নাজনীন (১৫)। নাজনীন বালিয়াডাঙ্গী উপজেলার ছোটপলাশবাড়ী গ্রামের নাজিরুল ইসলামের মেয়ে এবং কালমেঘ আর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রী নাজনীন বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা বালিয়াডাঙ্গীগামী শ্যামলী পরিবহন বাসটি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষনিক বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পৌঁছার আগেই নাজনীন মারা যায়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের বাজার/একেএ