ঠাকুরগাঁওয়ে মরিচের কেজি ২০০ টাকা, সবজিও আকাশচুম্বি

ঠাকুরগাঁও শহরের বাজারগুলোতে গত ৩-৪ দিন থেকে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দামও আকাশচুম্বি। ধান, গম, আলু, ভুট্টা ও সবজির উদ্বৃত্ত এই জেলার মানুষ কম দামেই সবজি কিনতে পারতেন। কিন্তু এখন সেই অবস্থা নেই।

রবিবার ইউএনবির এই প্রতিনিধি বাজারে গিয়ে দেখেন, কাঁচা মরিচ ২০০ টাকা, শশা ১০০ টাকা, বেগুন ৮০, পটোল ৭০, ঝিঙ্গা ৬০, করলা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য সব সবজির দামও বেশ চড়া।

শহরের বড়মাঠের বাজারের সবজি বিক্রেতা মুরাদ ও মকবুল বলেন, আড়তেই দাম বেশি। আমাদের করার কিছুই নেই।

তারা জানান, আড়তে সবজির আমদানি অনেক কম। গত ১০-১২ দিন যাবৎ অবিরাম বর্ষণে সব সবজি ডুবে গিয়ে নষ্ট হয়েছে। নতুন করে সবজির আবাদ হলে দাম কমবে।

এক কৃষক জানান, যে সমস্ত জমিতে সবজি চাষ হতো, সেই সমস্ত জমির ৪ ফুট পর্যন্ত উপরিভাগের মাটি (টপ সয়েল) ইটভাটাগুলোতে বিক্রি হয়ে গেছে। এই জমিতে আর সবজি চাষ করা যাচ্ছে না। যারা করেছেন তাদের সবজি পানির নিচে তলিয়ে গেছে।