সদর উপজেলার দেবীপুর মোলানীতে হত্যার পর মায়ের কবরের ওপর থেকে ছেলে নুর ইসলামের (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন দেবীপুর ওস্তাদপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে সেলিম রেজা (৩৬) ও আব্দুল কাদেরের ছেলে আব্দুল মান্নান ওরফে মাহতাব (৪০)।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো. আব্দুল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালতে ১৬৪ ধরায় দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন।
তিনি আরও জানান, ১০ অক্টোবর নুর ইসলাম মুদি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার সাথে থাকা টাকা হাতিয়ে নেয়ার জন্য সেলিম ও মান্নান তাকে ঘটনাস্থলের পাশের কবরস্থানে নিয়ে মারপিট করে শ্বাসরোধে হত্যা করেন। পরে মায়ের কবরের ওপরে তার লাশ ফেলে টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পর দিন পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় ১১ অক্টোবর নুর ইসলামের বড় ভাই রুহুল আমিন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।