ঠাকুরগাঁওয়ে শীতজনিত রোগে ৬ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে গত এক সপ্তাহে ছয় শিশুর মৃত্যু হয়েছে।

জেলায় হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে কয়েকশ’ শিশু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

এ অবস্থায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ দু’টি মেডিকেল টিম গঠন করেছে।

শনিবার দুপুরে রংপুর স্বাস্থ্য বিভাগীয় পরিচালক সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক ডা. অমল চন্দ্র সাহা জানান, কোন শিশু যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য ডাক্তার নার্স সকলে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় দু’টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। যতদিন রোগীর চাপ থাকবে ততদিন এ দু’টি টিম কাজ করবে।

এদিকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহাজাহান নেওয়াজ জানান, শিশু ওয়ার্ডে বেড রয়েছে মাত্র ১৮ টি। কিন্তু বর্তমানে এখানে ডায়রিয়ায়, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত ১৬৩ শিশু ভর্তি রয়েছে। বেড সংকটে বেশিরভাগ রোগী হাসপাতাল চত্বর, বারান্দা ও বিছানায় গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে। গত এক সপ্তাহে নিউমোনিয়ায় দুই ,নবজাতক তিন ও অন্য রোগে একজন শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ভর্তি ১৬৩ জন শিশুর মধ্যে ডায়রিয়ায় ৭৯ জন ও নিউমোনিয়ায় ৩৬ জন শিশু চিকিৎসা নিচ্ছে। পাশের দুই জেলার রোগীদের কারণে হাসপাতালে ভিড় বাড়ছে। শিশুসহ এখানে বর্তমানে প্রায় পাঁচশ রোগী ভর্তি আছে। তথ্য-ইউএনবি

আজকের বাজার/এমএইচ