ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক রুবেল হোসেন রানা মারা গেছেন।
নিহত রুবেল ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া মহল্লার বাসিন্দা ও ঠাকুরগাঁও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আতিয়ার রহমানের ছেলে।
শনিবার রাতে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নৈশ কোচের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিঁনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ায় পথে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মোটর সাইকেল আরোহী রুবেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রুবেল।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠালেও শ্যামলী পরিবহনের কোচটি আটক করা যায়নি।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আপাতত কোচটি পালিয়ে গেলেও পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।