জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ের শহীদুল ইসলাম বুলু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবির এ রায় দেন। এছাড়া এ মামলায় ১১ জন আসামিকে খালাস দেয়া হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, ২০০৬ সালের ১ জুন সকালে জমিতে হালচাষ করতে যান সদর উপজেলার রাজাগাঁও গ্রামের রশিদুল ইসলাম। এ সময় জমি বিরোধকে কেন্দ্র করে একই এলাকার শহিদুল ইসলাম বুলুসহ কয়েকজন মিলে তাকে দেশিয় অস্ত্র দিয়ে মারধর করেন। পরে পরিবারের স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানেই মারা যান রশিদুল।
এ ঘটনার পর শহিদুল ইসলাম বুলুকে প্রধান আসামি করে মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে।
রবিবার অতিরিক্ত দায়রা জজ বিএম তারিকুল কবির সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শহিদুল ইসলাম বুলুকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া আরেক আসামি বাহাদুর আলীকে ৬ মাসের জেল ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি ১১ জনকে খালাস দেয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।