ঠাকুরগাঁওয়ে হাজতিসহ আরও ২ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁওয়ে মঙ্গলবার সন্ধ্যায় আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ জনে। নতুন আক্রান্ত দুইজনের মধ্যে একজনের বাড়ি সদর উপজেলার গড়েয়াতে। আক্রান্ত ব্যক্তি (৮০) একজন হাজতি। তিনি প্রথমে ঠাকুরগাঁও কারাগারে ছিলেন। পরে পঞ্চগড় ও শেষে রংপুর কারাগারে নেয়া হয়। রংপুর কারাগার থেকেই তার নমুনা নেয়া হয়।

অন্যজনের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। আক্রান্ত ব্যক্তি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। সেখান থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়। এর আগে, মঙ্গলবার সকালে নতুন ২৭ জনের নমুনা দিনাজপুর পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, করোনায় আক্রান্ত রোগীর মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান