ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৬৩০ বস্তা সরকারি চাল জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করেছে প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের পারুয়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি মজুদের অভিযোগে ‘ভাই ভাই হাস্কিং’ নামে দুটি মিলের ৫টি গুদাম সিলগালা করা হয়।
পুলিশ জানায়, অবৈধভাবে চাল সংগ্রহ করে গুদামজাত করে ভাই ভাই হাস্কিং মিল মালিক আমিরুল ইসলাম ও তার ছোট ভাই জেমেরুল ইসলাম। তবে অভিযানের সময় তাদের পাওয়া যায়নি।
তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ আলী ও কাওসার আলী নামে দু’জনকে আটক করা হয়েছে।
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, ‘যারা এ চাল আত্মসাতের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে।’