করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ছয় গ্রামের মানুষ নিজেরাই তাদের গ্রামকে ‘লকডাউন’ করেছে।
সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনি, রসুলপুর, বাঙালিপাড়া, বিহারিপাড়া, গুচ্ছগ্রাম ও বাহাদুরপাড়ার লোকজন গ্রামে প্রবেশের সবকটি রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ। করোনার সংক্রমণ ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে তারা এ ব্যবস্থা নিয়েছেন।
তাছাড়া প্রবেশ পথে টানানো হয়েছে লাল পতাকা। গ্রামে নিজস্ব কোনো যানবাহন বা মানুষ প্রবেশ করার সময় জীবানুনাশক স্প্রে করা হচ্ছে এবং প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া হ্যান্ড মাইকে করে অবিরাম এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে ঘরে থাকার জন্য। স্থানীয়রা জরুরি প্রয়োজন ছাড়া গ্রামের বাইরে যাচ্ছেন না।
আদর্শ কলোনির বাসিন্দা মুশফিক আল মারুফ বলেন, মঙ্গলবার রাতে করোনাভাইরাসের উপসর্গ জ্বর-গলাব্যথা নিয়ে ঢাকার আদাবর ও নারায়ণগঞ্জ থেকে পাঁচজন লোক এই এলাকায় আসে। প্রশাসন তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকাবাসীরা নিজ উদ্যোগে ৬টি গ্রামের আটটি প্রবেশ পথ বাঁশের বেড়া ও লাল পতাকা দিয়ে টানিয়ে লকডাউন করা হয়েছে বলে জানান একই গ্রামের আব্দুল্লাহ আল নোমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহহ আল মামুন বলেন, ‘সচেতন গ্রামবাসী নিজেদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এভাবেই সব গ্রামের মানুষ সচেতন হলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানো সম্ভব।’
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, বুধবার আদর্শকলোনি থেকে দু’জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করে রংপুর পাঠানো হয়েছে।