ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত থেকে ৩ বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী নয়াবাড়ি গ্রামের ইসমাইলের ছেলে আবু সাঈদ (২৩), মন্ডুমালা নয়াবাড়ি গ্রামের তফরুলের ছেলে পারুল হোসেন (২৪) ও হরিণমারী তারাঞ্জুবাড়ি গ্রামের সিরাজুলের ছেলে শাহ আলম (৩৫)।
রোববার (১৩ মে) ভোরে উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৫ নম্বর পিলারের নিকটবর্তী ভারতের কাটাতার প্রাচারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন জানান, গরু আনার জন্য ৪০ জনের একটি ব্যবসায়ীদল সীমান্ত অতিক্রম করে ভারতে যান। গরু নিয়ে আসার সময় ৩ জন ধরা পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে।
আটককৃতদের ছাড়িয়ে আনতে বিএসএফ’কে পত্র দেয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
আজকের বাজার/একেএ