পাবনার রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের দুর্নীতির মামলায় সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেয়া জামিন কেন বাতিল হবে না- তা জানতে চেয়ে আজ রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রুল জারির আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। শাহাদাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও মাহবুব শফিক।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, গত ২৭ আগস্ট পাবনার আদালত তাকে জামিন দেন। দুদক এ জামিনাদেশের বিরুদ্ধে রিভিশন করে তার জামিন বাতিলে হাইকোর্টে আবেদন করেন।
পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আবাসন প্রকল্পে অস্বাভাবিক দামে বালিশসহ আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগে গতবছর ১২ ডিসেম্বর পাবনায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলায় ঠিকাদারী প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশনের স্বত্তাধিকারী শাহাদাত হোসেনকে আসামি করা হয়।