রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহন চলাচল। বেড়েছে মানুষের বাইরে আসার প্রবণতাও।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর পুলিশ চেকপোস্টে দেখা গেল রীতিমত যানজট। অপ্রয়োজনে বাইরে আসা ঠেকাতে কাজ করছে পুলিশ। তাদের সঙ্গে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাও। তবে ঠেকানো যাচ্ছে না অকারণে মানুষের বাইরে আসা।
সকাল ৯টার আগ পর্যন্ত রাজধানীর বেশিরভাগ এলাকায় পুলিশের চেকপোস্টে দেখা যায় না কাউকেই। ফলে নির্দ্বিধায় চলাচল করছে মানুষ।
সামাজিক দূরত্ব রক্ষায় মাঠে কাজ করছে সেনাবাহিনীও। বেশ কটি দল প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এদিকে দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৬৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৮ জনে।
করোনা ভাইরাস সংক্রমণের চতুর্থ ধাপের প্রথম পর্ব পার করছে বাংলাদেশ। আর এই ধাপে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে ছড়ানোয় আগামী দিনগুলোতে দেশে সবচেয়ে সঙ্কটময় হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।