ঢাবির ৫১তম সমাবর্তন

ডক্টর অব লজ ডিগ্রি পাচ্ছেন নোবেল জয়ী মিজ. লেমাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে লাইবেরিয়ার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মিজ. লেমাহ গবায়েই-কে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করা হবে।

বুধবার (৯ মে) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিতেএক সভায়এ সিদ্ধান্ত হয়। আগামী ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন লেমাহ গবায়েইকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক শিবলী রুবাইয়াতুল ইসলাম উপস্থিত ছিলেন।

সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় ১টি নির্বাহী কমিটি, ১টি ব্যবস্থাপনা কমিটি এবং ২৬টি উপ-কমিটি গঠন করা হয়।

রাসেল/