কয়েক দিন আগেই ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শুরু হয়েছিল, শাহরুখের ‘ডন থ্রি’তে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। প্রিয়ঙ্কা চোপড়াকে সরিয়ে ‘রোমা’র চরিত্রে নাকি দেখা যাবে দীপিকাকে। তবে আইএএনএস-এর একটিখবর অনুযায়ী, সেই জল্পনায় নাকি জল ঢেলে দিয়েছেন ছবির প্রযোজক রীতেশ সিদওয়ানি।
এনডিটিভি’র খবর অনুযায়ী, ‘ফুকরে রিটার্নস’-এর সাফল্যের পার্টিতে গিয়ে রীতেশ বলেছেন, দীপিকা ডন থ্রি’র অংশ নয়। যদিও প্রিয়ঙ্কা চোপড়া রয়েছেন কিনা, তা নিয়ে কোনও মন্তব্য করেননি রীতেশ।
২০০৬-এ প্রথম অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির রিমেক করেছিলেন শাহরুখ। সেখানে জিনাত আমনের ‘রোমা’ চরিত্রটিতে অভিনয় করেছিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা। শাহরুখের মুখে প্রিয়ঙ্কার নতুন নাম ‘জঙ্গলি বিল্লি’ তবে থেকেই ভাইরাল। ২০১১-তে ‘ডন টু’-তেও ছিলেন প্রিয়ঙ্কা।
সপ্তাহখানেক আগেই ‘ডেকান ক্রনিকল’-এর একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, প্রিয়ঙ্কার পরিবর্তে দীপিকার কথা ভাবছেন ছবির নির্মাতারা। গুঞ্জন ছিল, শাহরুখই নাকি দীপিকাকে চেয়েছিলেন ছবির দ্বিতীয় লিড হিসেবে।
তবে আইএএনএসের নতুন এই খবর সব সম্ভাবনাই উড়িয়ে দিয়েছে। প্রযোজক রীতেশ সিদওয়ানি জানিয়েছেন, ছবির শুটিংয়ের কাজ শুরু হলেই কাস্ট নিয়ে আলোচনা করা হবে। আর এই খবরের জেরে, বলিউডে নতুন করে জল্পনা, তবে কি এ বারের ‘ডন’-এ নতুন কোনও অভিনেত্রীকে দেখা যাবে? উত্তর অবশ্য সময়ের অপেক্ষা।
সূত্র: আনন্দবাজার
আজকের বাজার: আরআর/ ১৩ ডিসেম্বর ২০১৭