ডমিনিক রাব যুক্তরাজ্যের নতুন ব্রেক্সিট মন্ত্রী

যুক্তরাজ্যের সাবেক গৃহায়ন ও স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ডমিনিক রাবকে ব্রেক্সিট বিষয়ক নতুন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। খবর বিবিসি’র।

সোমবার (৯ জুলাই) ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস ও উপমন্ত্রী স্টিভ বেকার পদত্যাগ করেন।

ডেভিড ডেভিস পদত্যাগের কারণ হিসেবে জানান, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যেভাবে ব্রেক্সিট বাস্তবায়ন করতে চাচ্ছেন সে বিষয়ে তার আস্থা নেই। তিনি আর ব্রেক্সিট বাস্তবায়ন মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ব্যক্তি নন।

ডেভিস আরও বলেন, যুক্তরাজ্য ব্রেক্সিট আলোচনায় ইইউকে খুব সহজেই অনেক কিছু দিয়ে দিচ্ছে।

পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তিনি ডেভিসের সঙ্গে একমত নন।

তবে ডেভিস এতদিন ব্রেক্সিটের জন্য যে কাজ করেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন মে।

আজকের বাজার/একেএ