পুজিঁবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট এগ্রো লিমিটেডের সহযোগী সংস্থার সাথে চুক্তিবদ্ধ ডমিনোজের পিৎজার গ্র্যান্ড ওপেনিং হবে ১৫ মার্চ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, পুজিঁবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেস্ট এগ্রো লিমিটেডের সহযোগী সংস্থা জবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড। জবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেডের সাথে চুক্তি হয় ডমিনোজের পিৎজা। আর ডমিনোজের পিৎজাটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে ১৫ মার্চ । তবে ২৮ ফেব্রুয়ারী থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে তারা।
আজকের বাজার/মিথিলা