ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের সাত কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে। সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে এদের জরিমানার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এই জরিমানা করার সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের আগে এবং নিষিদ্ধ সময়ের মধ্যে কোম্পানির শেয়ার লেনদেন করার কারণে বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪ (১) (২) ভঙ্গ করেছে।
ডরিন পাওয়ারের সহযোগী কোম্পানি ঢাকা নর্দার্ণ পাওয়ার জেনারেশনের ডিজিএম ওয়াহিদুজ্জামান খানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোম্পানির পরিচালক মোস্তফা ময়িনের স্ত্রী চৌধুরী ফারাহ নাজ সামিয়াকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ডরিন পাওয়ারের সিএফও আফরোজ আলম, স্বতন্ত্র পরিচালক মাহতাব বিন আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক ইকবাল হোসেন, সিনিয়র মহাব্যবস্থাপক ফজলে এলাহী খানকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এছাড়া শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে সাত বিনিয়োগকারীকে সতর্ক করা হয়েছে।
এরা হলেন- বিশ্বজিত দাস ও এসোসিয়েটস, ইয়াকুব আলী খন্দকার ও এসাসিয়েটস, ইফাদ গ্রুপ, মো. ফজুলুর রহমান জামালী, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, আনিস উদ্দিন ও মো. শফিকুল ইসলাম।