ক্রিশ্চিয়ানো রোনালদো নিয়ে ফন ডাইকের ব্যাঙ্গের জবাব দিলেন রোনালদোর বোন কাতিয়া এভেইরো। গতরাতে (সোমবার, ০২ ডিসেম্বর) ফ্রান্সের প্যারিসে জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়। এতে রেকর্ড ষষ্ঠবারের মতো এ পুরস্কার জয় করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
একই সময় ইতালিতে দেওয়া হয় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানে না এসে ইতালিয়ান লিগ সিরি আ’ লিগের বর্ষসেরা পুরস্কার গ্রহণ করতে যান রোনালদো। ঠিক কাছাকাছি সময়ে ফন ডাইক ব্যালন ডি’অর অনুষ্ঠানে রোনালদোর অনুপস্থিতি নিয়ে অপমানসূচক মন্তব্য করে বসেন।
প্যারিসে উপস্থাপকের প্রশ্ন ছিল রোনালদো না আসায় আপনার একজন প্রতিদ্বন্দ্বী কমে গেল কি-না। জবাবে ডাচ তারকা বলেন, সে (রোনালদো) আদৌ কি প্রতিদ্বন্দ্বী ছিল? এতেই ক্ষুব্ধ হন ক্রিশ্চিয়ানোর বোন। কাতিয়া অল্প সময়ের মধ্যে ইনস্টাগ্রামে ফন ডাইকের মন্তব্যের কড়া জবাব লিখে দিলেন।
রোনালদোর বোন পোস্টে লেখেন, প্রিয় ভার্জিল যেখানে তুমি যাওয়ার সুযোগ পেয়েছ, সেখানে রোনালদো তোমার চেয়ে অনেক বেশি বার গিয়েছে। প্রিয় ভার্জিল তুমি জানো রোনালদো তিনটি দেশে চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে তুমি একটি দেশের হয়েও যেটা করতে ব্যর্থ। তুমি যেখানে খেলছ প্রিয় ভার্জিল, সেখানে ক্রিশ্চিয়ানো সেরা খেলোয়াড়-সেরা স্কোরার হয়ে এসেছে যখন আমি তোমার চেয়েও কমবয়সী ছিলাম। তারপর রোনালদো রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের লেজেন্ড হয়েছে। তোমাকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারিয়েছে। আর তুমি যেটা হারলে সেটা রোনালদো পাঁচবার জিতেছে। রোনালদোর দলের কাছে তো এছরও তোমার কমলা (নেদারল্যান্ডস) বাহিনী পিষ্ট হলো। এটা কি খুব কষ্ট দায়ক ছিল? আমাদের সমবেদনা তোমার সাথে আছে।
আজকের বাজার/আরিফ