ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ওয়ালিদ আশরাফের অনশন চলছেই। ১১ দিনের মতো এ অনশন চলছে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন ওয়ালিদ। গত ২৫ নভেম্বর থেকে ডাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে অনশন শুরু করে ওয়ালিদ আশরাফ।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে একটি মশারির মধ্যে অচেতন হয়ে পড়ে আছেন ওয়ালিদ। টানা ১১দিন অনশনের কারণে অত্যন্ত দুর্বল দেখাচ্ছে তাকে। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন তিনি। তার পাশে থাকা ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস বলেন, ওয়ালিদ ১১ দিন ধরে অনশন করছেন, ফলে শারিরীকভাবে প্রচন্ড দুর্বল হয়ে পড়েছেন তিনি।
এর আগে ওয়ালিদ আশরাফ অনশনের বিষয়ে গণমাধ্যমকে বলেছিলেন,গণতন্ত্রের জন্য অনশন করছি। আমাদের দেশ স্বাধীন হলেও এখনো আমরা পরাধীনতার মধ্যে আছি। ডাকসু একটি গণতান্ত্রিক দাবি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ গণতান্ত্রিক দাবি মানছে না। যেটি খুবই হতাশাজনক। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। ডাকসু নির্বাচন আমার প্রাণের দাবি।
জানা গেছে ওয়ালিদ আশরাফ বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এমএসএস (সান্ধ্যকালীন) ২০১৩-২০১৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের রাশিয়ান ভাষারও শিক্ষার্থী তিনি।
উল্লেখ্য, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বছরই ডাকসু’র জন্ম হয়। তবে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯২৪ সালে। সর্বশেষ ১৯৯০ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও অনুষ্ঠিত হয়নি নির্বাচন। বিভিন্ন সময় নির্বাচনের জন্য দাবি উঠলেও শেষ পর্যন্ত আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
আজকের বাজার:আরএম/এলকে ৬ ডিসেম্বর ২০১৭