ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগই বিজয় পাবে বলে আশাবাদী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি-পূর্ববর্তী সমাবেশে এ আশাবাদ ব্যক্ত করেন ডাকসুর সাবেক এ ভিপি।
তোফায়েল বলেন, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন হবে। আমি বিশ্বাস করি, ছাত্রলীগের মাঝে যে ঐক্য দেখেছি, আবারও ৬৭, ৬৮ সালের মতো ছাত্রলীগ ডাকসুর নেতৃত্ব দেবে।
সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি তার হাত ধরে ছাত্রলীগের প্রতিষ্ঠা হয়। মূলত ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ বপন করেছেন।’
ছাত্রলীগ ভাষা আন্দোললে নেতৃত্ব দিয়েছে, উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ছাত্রলীগ ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে ঐতিহাসিক ভুমিকা পালন করেছে, আইয়ুববিরোধী আন্দোলন করেছে। এ ছাত্রলীগ ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে।’
তিনি বলেন, ‘এ ছাত্রলীগ স্লোগান দিতো- জাগো জাগো, বাঙালি জাগো; পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা; বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ বিভিন্ন সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ