ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র একাডেমিক ভবনে করা সহ ৬ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় ঘেরাও করে রেখেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা ‘প্রগতিশীল ছাত্রজোট’ ও ‘সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য’।
পূর্ব ঘোষনা অনুযায়ী সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করে তারা।
মিছিল শেষে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান করেছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ।
ঘেরাও কর্মসূচিতে ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অন্য শাখার সভাপতি ইমরান হাবিব রুমন, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য) সভাপতি আফতাব লেনিন প্রমুখ উপস্থিত আছেন।
আজকের বাজার/এমএইচ