ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ইস্যুতে ক্যাম্পাসে ক্রিয়াশীল সবগুলো ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংবিধান পর্যবেক্ষণ কমিটি।
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল শ্রেণিকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।
এর আগে গত ৬ জানুয়ারি সব ছাত্র সংগঠনকে সভায় উপস্থিত থেকে নিজ নিজ সংগঠনের পক্ষে প্রস্তাবনা দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়। বৈঠকে ছাত্র সংগঠনের নেতারা তাদের বক্তব্য তুলে ধরবেন।
সভায় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমানের নেতৃত্ব অন্যান্য সদস্যদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক রহমত উল্লাহ, অধ্যাপক জিনাত হুদা, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের সদস্যরা উপস্থিত আছেন।
এছাড়া ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগের পক্ষ হতে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন; ছাত্রদলের পক্ষে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী; ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ফয়েজ উল্লাহ, ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীরসহ ছাত্র সংগঠনগুলোর নেতারা উপস্থিত আছেন।
আজকের বাজার/এমএইচ