ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ সাতজনকে রাজধানীর মৎস্যভবন এলাকায় সোমবার মিছিলের প্রস্তুতি নেয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
লালবাগ থানায় নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
ডিএমপির উপ কমিশনার (গণমাধ্যম) ওয়ালিত হোসেন দাবি করেন, মিছিলটি মৎস্যভবন এলাকায় পৌঁছলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালায়।
মিছিল থেকে পুলিশ নুরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে, বলেন তিনি।
এর আগে সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ছাত্রী নিজেই। রাজধানীর লালবাগ থানায় এ মামলা দায়ের করেছেন বলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানিয়েছেন।
দীর্ঘ ২৮ বছর পর গত বছর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন নুরুল হক নুরু। তবে এ নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।
ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ ছাড়া অন্য প্রার্থীরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করেছিল। তবে শেষ পর্যন্ত ভিপি পদ ও সমাজ কল্যাণ পদ ছাড়া মোট ২৫টি পদের ২৩টিতে নির্বাচিত হয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।