সিলেটের কানাইঘাটে ডাকাতের গুলিতে ইফজান উদ্দিন (৪৮) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত তিনটার দিকে।
জানা গেছে, ভোররাতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করতেই নিহতের বাবা আব্দুল জলিলের আর্তচিৎকার শুরু করেন। বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে গুলিবিদ্ধ হন ইফজাল। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, ইফজান উদ্দিন ছোটদেশ গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/ এমএইচ