ঢাকাস্থ ইসলামী ব্যাংক হাসপাতাল সমূহের ৫টি শাখায় চিকিৎসা সেবাদানকারী বিশেষজ্ঞ ডাক্তার ও কনসালটেন্ডদের সম্মানে ইফতার মাহফিল করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
সোমবার ১২ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানের রমজানের তাৎপর্য বিষয় নিয়ে কথা বলেন বক্তরা।
আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের মাঝে চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবা মূলক কাজে অংশ নেওয়ার চেষ্টা করছে।
আপনাদের সহযোগিতা পেলে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল গুলোকে ভবিষ্যতেও আধুনিক যুগপোযোগী , মানসম্মত চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলবো।
মিডিয়া ব্যক্তিত্ব আবদুর রউফ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নির্বাহী পরচালক মো. নজিবুর রহমান। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর সদস্য মো. মুখলেছুর রহমান। অনুষ্ঠানে ঢাকাস্থ ইসলামী ব্যাংক হাসপাতালের ৫টি শাখায় চিকিৎসা সেবা দানকারী বিশেষজ্ঞ চিকিৎসক ও কনসালটেন্টগণসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এসএ/ আরআর/ ১৩ জুন ২০১৭