বাংলালিংক হেলথলিংক সার্ভিসে যুক্ত করেছে ‘ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট’ সুবিধা। নতুন এই সেবার মাধ্যমে বাংলালিংক গ্রাহকরা বিশেষজ্ঞ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলালিংকের মাধ্যমে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট পেতে ডায়াল করতে হবে ৭৮৯ নম্বরে।ফোন কলের মাধ্যমে সেবাদানকারীরা গ্রাহকদের প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি তাদের শারীরিক অবস্থা ও অবস্থানের ভিত্তিতে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবেন।
সপ্তাহের ৭ দিন সম্পূর্ণ ২৪ ঘণ্টা সেবাটি চালু থাকবে। এই সার্ভিসটির জন্য মাত্র ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাসিয়া বলেন, এই সার্ভিস যুক্ত হওয়ার ফলে চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ব্যবস্থা গ্রাহকদের কাছে সহজ হবে।২০০৮ সালে ‘হেলথলিংক ৭৮৯’ বাংলাদেশের প্রথম পর্যায়ের একটি ডিজিটাল স্বাস্থ্যসেবার সার্ভিস হিসেবে চালু করা হয়। প্রায় এক দশক পর সার্ভিসটিতে ডক্টরস অ্যাপয়েন্টমেন্টের সংযোজন করা হলো।
আজকের বাজার:এলকে/ ২১ জানুয়ারি ২০১৮