মাদারীপুরের শিবচরে ডাক্তার দেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হলেন এক নারী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাচ্চর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মমতাজ বেগম (৫০)। তিনি উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের মুন্সীরহাট গ্রামের বাদশা মাদবরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মমতাজ বেগম বাড়ি থেকে পাচ্চর রয়েল হাসপাতালে ডাক্তার দেখাতে ইজিবাইক যোগে বাড়ি থেকে রওনা দেন। ইজিবাইকটি রয়েল হাসপাতালের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস ও ইজিবাইকটি মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী মমতাজ বেগম নিহত হন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ভুঁইয়া জানান, ফাল্গুনী পরিবহনের একটি বাস ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। এতে একজন নিহত হন।
আজকের বাজার/একেএ