প্রাণঘাতি করোনাভাইরাসে বিরুদ্ধে লড়াইয়ে ডাক্তার-নার্স-পুলিশের নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছেন বলে মন্তব্য করলেন ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বিরেন্দার শেবাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দেয়া এক ভিডিও বার্তার শেবাগ বলেন, ‘আমরা হয়তো এখন ঘরের বাইরে যেতে পারছি না, সকালে হাঁটতে পারছি না, শপিং মলে যেতে পারছি না। এগুলোকে আপনি কষ্ট বলছেন? তাহলে আপনি সত্যিকারের কষ্ট দেখেননি জীবনে।
ডাক্তার, নার্স, পুলিশরা নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছেন যেন আমরা নিরাপদ থাকি। আমরা হয়তো দান করছি, কিন্তু তারা নিজেদের জীবনই দিয়ে দিচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করবো ঘরে থাকুন এবং সরকারের নির্দেশনা মেনে চলুন।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান