একেই বলেই ‘বাপ কা বেটা’অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরি করে বাবার যোগ্য উত্তরসূরি হওয়ার পথে পা-বাড়াল রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়৷ শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসেও ৯৪ রানে অপরাজিত থাকে কিংবদন্তি এই ক্রিকেটারের ছেলে৷
বেঙ্গালুরুতে কর্নাটক স্ট্রেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে প্রতিভার পরিচয় রাখে সমিত৷ ধারওয়াড জোনের বিরুদ্ধে ভাইস-প্রেসিডেন্টের হয়ে ২০১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রাহুল ছেলে৷ ২৫৬ বলের ইনিংসে ২২টি বাউন্ডারি মারেন ১৪ বছরের সমিত৷
প্রথম ইনিংসে দুরন্ত দ্বি-শতরানের পর দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অপরাজিত থাকে৷ সময় না-থাকায় ম্যাচ ড্র হয়ে যায়৷ ফলে দুই ইনিংসে সেঞ্চুরির করার নজির গড়া হয়নি সমিতের৷ বাবা ভারতীয় দলের টপ-অর্ডার ব্যাটসম্যান হলেও ছেলে অবশ্য ব্যাটের পাশাপাশি বোলিংটাও দারুণ করে৷ ম্যাচে ব্যাট হাতে ২৯৫ রান করার পাশাপাশি ২৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেয় সমিত৷
ডানহাতি এই খুদে ব্যাটসম্যান ইতিমধ্যেই তার কেরিয়ারে প্রায় খবরের শিরোনামে থাকে৷ গত বছর কর্নাটক স্ট্রেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ বিটিআর কাপে মালি অদিতি ইন্টারন্যাশানাল স্কুলের হয়ে ১৫০ রানের ইনিংস খেলে সমিত৷
শুধু তাই নয় এছাড়াও ২০১৫ সালে মাত্র ৯ বছর বয়সে অনূর্ধ্ব-১২ গোপালান ক্রিকেট চ্যালেঞ্জে বেস্ট ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছিল রাহুল পুত্র৷ টুর্নামেন্টে তিনটি হাফ-সেঞ্চুরি এসেছিল সমিতের ব্যাট থেকে৷
দেশের হয়ে ১৬৪টি টেস্ট খেলা দ্রাবিড় এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনের দায়িত্বে রয়েছেন৷ তাঁর নির্ভরযোগ্য ব্যাটিংয়ের জন্য বিশ্ব ক্রিকেটে ‘দ্য ওয়াল’ নামে পরিচিত ছিলেন রাহুল৷
আজকের বাজার/আরিফ