ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতককে মায়ের কোলে তুলে দেয়া হয়েছে। প্রকৃত অভিভাবক না পাওয়ায় মঙ্গলবার দুপুরে সমাজ সেবা অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারী পরিচালক মোস্তফা মাহমুদ সারোয়ার উপস্থিতিতে তাদের কাছে নবজাতকটি তুলে দেন জেলা প্রশাসক।
প্রকৃত অভিভাবক না পাওয়া পর্যন্ত নজরুল ইসলাম ও নার্গিস বেগম দম্পতির কাছেই স্নেহ-মমতায় বেড়ে উঠবে নবজাতকটি।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মধ্য মেড্ডা মহল্লার বাসিন্দা জহিরুল ইসলাম ও নার্গিস বেগম দম্পতির কোনো সন্তান নেই। নবজতাকটি উদ্ধার হওয়ার পর থেকে ব্রাহ্মণবাড়িয়ার স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা জহিরুল ইসলাম ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নার্গিস আক্তার নেয়ার ইচ্ছা পোষণ করেন।
এর আগে গত ১ মে দিবাগত রাতে সদর হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্য ভূমিষ্ঠ ওই নবজাতককে জীবিত উদ্ধার করে বাবু নামের এক অ্যাম্বুলেন্স চালক। পরে নবজাতকটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।