কারোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৬ মে মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব তাঁর রোগমুক্তি কামনা করেন।
তিনি বলেন, দেশের বরেণ্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আামি তার আশু রোগমুক্তি কামরা করছি। একই সঙ্গে অন্যান্য যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদেরও আশু রোগমুক্তি কামনা করছি।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।