বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করার মামলায় সাময়িক বরখাস্তকৃত সিলেট কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) পার্থ গোপাল বণিকের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
পার্থ গোপাল বণিকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রোববার পার্থর আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, আমরা জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়ার জন্য আদালতে আবেদন করেছিলাম। আদালত জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। আমরা হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পুনরায় জামিন আবেদন দাখিল করব।
গত ১ অক্টোবর পার্থ গোপাল বণিক হাইকোর্টে জামিন আবেদন করেন।
ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর হয়।
গত ১৫ সেপ্টেম্বর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন।
গত ২৮ জুলাই রাজধানীর ভূতের গলি এলাকায় পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দুদক। দুদক সেদিন এই কারা কর্মকর্তার বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করে।
পার্থ গোপাল বণিক সিলেটের আগে চট্টগ্রাম কারাগারে কর্মরত ছিলেন।
আজকের বাজার/এমএইচ