দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তাকে ঘুষ দেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রবিবার বিকালে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।
এর আগে গত ১৬ জুলাই ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।
আদালত আবেদনটি আমলে নিয়ে রবিবার শুনানির দিন ঠিক করে। পুলিশ মিজানকে কারাগার থেকে আদালতে হাজির করেন।
আজকের বাজার/লুৎফর রহমান